ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লিসবনে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Md Abu Bakar Siddique
মার্চ ২৮, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ৫৪তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন। পর্তুগালের লিসবন দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা, প্রবাসীদের নিয়ে মহিলাদের হাঁড়ি ভাঙ্গা, পুরুষদের ফুটবল ও ক্রিকেট খেলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ মার্চ বুধবার দুতাবাসের প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি’অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
স্বাধীনতা দিবসের আলোচনায় অংশনেন প্রবাসী বাংলাদেশিগন। আলোচনা সভার শেষে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত ঢকুমেন্টরি প্রদর্শিনী করা হয়।

আলোচনা সভায় চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আলোচনায় বক্তারা বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করে দূতাবাসের পক্ষ থেকে যেখানে ৮ টি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। ফুটবল খেলায় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব রানার্সআপ অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।