ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বগুড়ায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) এর উদ্বোধন করেছে।
অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাসস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষমতায়ন করা, বিশেষ করে যারা এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎস পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম পরিচালক মো. নজরুল ইসলাম, উপ-পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ হাসনাইন মামুন, এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেলিম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বগুরার সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত আরও বিস্তৃত হবে বলে আশা করা যাচ্ছে।