ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

Md Abu Bakar Siddique
জুন ২৪, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বগুড়ায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) এর উদ্বোধন করেছে।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাসস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষমতায়ন করা, বিশেষ করে যারা এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎস পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম পরিচালক মো. নজরুল ইসলাম, উপ-পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ হাসনাইন মামুন, এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেলিম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বগুরার সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত আরও বিস্তৃত হবে বলে আশা করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।