কুমিল্লার মুরাদনগরে ধর্ষণরে শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর সব ধরনের ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এসব সরাতে নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন আদালত।গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী এই রিট আবেদন করেন। আবেদনের ওপর তিনি নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শফিকুর রহমান ও তানিম খান।
আদালত থেকে বের হওয়ার পর রিটকারী আইনজীবী বলেন, রুলে আদালত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগী নারীর ভিডিও-ছবি কেন সরানোর নির্দেশ দেওয়া হবে না এবং তার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও সামাজিক মাধ্যম থেকে ভুক্তভোগীর ভিডিও-ছবি সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া এ মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই আদালতকে জানাতে বলা হয়েছে।গত ২৬ জুন বসতঘরের দরজা ভেঙে ঢুকে ওই নারীকে (২৫) ধর্ষণ করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।