নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিসহ সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া ও তার সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নয়ন মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত মুগবুল হোসেনের ছেলে ও তার সহযোগী সাব্বির আড়াইহাজার উপজেলার দড়িসতমান্দি এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিবার রাতে পুলিশ টহলরত অবস্থায় দুই যুবক মোটরসাইকেলযোগে ঘুরাঘুরি করছিলেন। তাদেরকে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের একজনের পকেটে একটি গুলি পায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলাসহ ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।