ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

থ্রি জিরো পলিসিতে সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সামিট

Md Abu Bakar Siddique
জুলাই ১, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসির সঙ্গে কোলাবোরেশনে ৩০ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘থ্রি জিরো পলিসিবিষয়ক ইন্টারন্যাশনাল সামিট’ আয়োজন করেছে।সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন।প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, যিনি তার আলোচনায় গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

সম্মেলনে বিশ্বের ৬টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতাসহ বিশিষ্ট বক্তারা সমবেত হন। এই অনুষ্ঠানটি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেয়।সমাপনী অধিবেশনে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার কথা বলেন। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়েও তিনি আলোকপাত করেন। আগামী প্রজন্মের নেতা ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহযোগিতামূলক মনোভাবকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম এতে বিশেষ বক্তব্য দেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য এই অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন।

 

সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।