ঢাকাবৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার মতো সঙ্গী পাওয়া সত্যিই সৌভাগ্যের: নিক

Md Abu Bakar Siddique
জুলাই ৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ গায়ক নিক জোনাস বহুদিন ধরেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা হলেও, দম্পতি বরাবরই পরস্পরের পাশে থেকেছেন, একে অপরকে সমর্থন দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল নিককে।

নিক জানিয়েছেন, তিনি প্রায়ই তাঁদের কন্যা মালতী মেরিকে বলেন ‘তোমার মা আসলে একজন সন্ন্যাসিনী।’ নিকের কথায়, প্রিয়াঙ্কা এমন একজন মানুষ যিনি কখনও ভুল কিছু করেন না, সবসময়ই সৎ ও নিঃস্বার্থ।

কন্যা মালতীকে কী শেখাতে চান এমন প্রশ্নে নিক বলেন, ‘দয়ালু হলে কোনও দিন অনুতাপ করতে হবে না। এমনকি পিঠ দেওয়ালে ঠেকে গেলেও নয়। সব সময় দরজা খোলা রাখবে, যেন সকলেই এসে আশ্রয় নিতে পারে। যেন তাঁরা তোমার বাড়িতে থাকতে পারেন, খাবার পেতে পারেন।’

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে নিক বলেন, ‘প্রিয়াঙ্কার মতো একজন সঙ্গী পাওয়া সত্যিই সৌভাগ্যের। ওর গুণাবলির জন্যই আমি একজন ভাল বাবা হয়ে উঠতে পেরেছি। আমি ওর পাশে হাঁটতে পেরে গর্বিত।’

প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে হয় ২০১৮ সালে। তারপর থেকে প্রিয়াঙ্কা পাকাপাকিভাবে বসবাস করছেন আমেরিকায়। তাঁদের দাম্পত্যজীবন ও পরিবার একাধিকবার শিরোনামে এসেছে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ হিসেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।