ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে

Md Abu Bakar Siddique
জুলাই ৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন (২৫০০ কোটি) ডলারের ঘরে নেমে এসেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আগের মাসগুলোতে আমদানি কিছুটা নিয়ন্ত্রিত থাকায় আকুর বিল কম ছিল। সাধারণত প্রতি দুই মাস পরপর প্রায় দেড় বিলিয়ন ডলার পরিশোধ করতে হতো। তবে মে মাস থেকে আমদানি বাড়ায় আকুর বিলও বেড়েছে।

মে-জুন দুই মাসের আকুর বিল হিসেবে ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার পরিশোধের পর বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত মে ও জুন মাসের আকুর বিল পরিশোধে গেছে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। তাতে বিপিএম৬ পদ্ধতি (আইএমএফ) অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আর ‘গ্রস’ রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম।”

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।

আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।

গত ২৯ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।