ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Md Abu Bakar Siddique
জুলাই ৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

গবেষণা ও প্রশিক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার হবে

দিনাজপুর, ৮ জুলাই ২০২৫: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটির মধ্যে গবেষণা, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণমূলক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা এবং কাসেটসার্ট ইউনিভার্সির পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. কর্নসর্ন শ্রীকুলনাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে.এম. রুহুল আমিন, প্রফেসর ড. ইমরান পারভেজ, কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ড. থিতি পংপুনথুম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, “থাইল্যান্ড আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং উন্নয়ন অংশীদার। কাসেটসার্ট ইউনিভার্সিটির সঙ্গে এই সমঝোতা স্মারক হাবিপ্রবির শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিকীকরণের পথে আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।”

এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য যৌথভাবে তহবিল সংগ্রহ করবে, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রকল্পে অর্থায়নের জন্য আবেদন করবে এবং বছরে অন্তত একটি যৌথ কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করবে। এছাড়া সমন্বয়ের জন্য উভয় পক্ষ একজন করে লিয়াজোঁ অফিসার মনোনীত করবে।

যৌথ গবেষণার মাধ্যমে উদ্ভাবিত কোনো প্রযুক্তি বা গবেষণার ফলাফল বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুমতি প্রয়োজন হবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।